Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বোরো চারা রোপনের সময় শৈত্যপ্রবাহ থাকলে কয়েকদিন দেরি করে চারা রোপন করা প্রয়োজন। মনে রাখা দরকার সুস্থ-সবল চারা অধিক ফলনের পূর্বশর্ত।


সিটিজেনস চার্টার

১. ভিশন ও মিশন

ভিশন: আধুনিক কৃষি তথ্য সেবা সহজলভ্য।

মিশন: গণমাধ্যমের সহায়তায় কৃষি তথ্য ও প্রযুক্তি সংশ্লিষ্ট উপকারভোগীদের কাছে সহজলভ্য করে টেকসই কৃষি উন্নয়নে জনসচেতনতা সৃষ্টি।

২. সেবা প্রদান প্রতিশ্রুতি

২.১) নাগরিক সেবা

ক্র.নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

০১

মাসিক কৃষিকথা পত্রিকা বিতরণ

  • চাহিদা প্রাপ্তি/গ্রাহকের জন্য নির্ধারিত সময়
  • বিতরণ (সরাসরি/ডাকযোগ)

 

 

-প্রতি সংখ্যা ০৫ (পাঁচ)টাকা

-১ বছরের গ্রাহক: ৫০ (পঞ্চাশ)টাকা

-নগদ অথবা ট্রেজারী চালানের মাধ্যমে

-নগদের ক্ষেত্রে তাৎক্ষণিক (মজুদ থাকা সাপেক্ষে)

-নিয়মিত গ্রাহকদের জন্য প্রকাশের ৭ কর্মদিবসের মধ্যে

-নতুন গ্রাহকদের ক্ষেত্রে গ্রাহক চাঁদা পরিশোধের ২ মাস পর থেকে

০২

কৃষি ডাইরি বিতরণ

  • চাহিদা প্রাপ্তি
  • বিতরণ (সরাসরি/ডাকযোগ)

 

নির্ধারিত মূল্য

-নগদ অথবা ট্রেজারী চালানের মাধ্যমে

-নগদের ক্ষেত্রে তাৎক্ষণিক(মজুদ থাকা সাপেক্ষে)

-চালান প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে

কৃষি বিষয়ক তথ্য সেবা

  • চাহিদা প্রাপ্তি
  • তথ্য সেবা প্রদান

     -সরাসরি

     -ওয়েব সাইট

     (www.ais.gov.bd)

     -কিয়স্ক

     -কৃষি কল সেন্টার

     -এআইসিসি

     -কমিউনিটি রেডিও

 

বিনামূল্য

-সরাসরি তথ্য গ্রহণের ক্ষেত্রে প্রতিদিন অফিস চলাকালিন সময়

-ওয়েব সাইটে ২৪ ঘন্টা

-কিয়স্ক-এর ক্ষেত্রে প্রতিদিন অফিস চলাকালিন সময়

-কৃষি কল সেন্টারের ক্ষেত্রে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

-এআই সিসির ক্ষেত্রে সংশ্লিষ্ট এআইসিসি কর্তৃক নির্ধারিত সময়

-কমিউনিটি রেডিওর ক্ষেত্রে সকাল ৯টা থেকে দুপুর ১১টা এবং বিকেল ৩টা থেকে রাত রাত ৯টা

০৪

কৃষি কল সেন্টারের মাধ্যমে পরামর্শ প্রদান

  • শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে বিকেল ৫.০০টা পর্যন্ত যেকোন মোবাইল আপারেটর হতে ১৬১২৩ নম্বরে কল করা
  • সমস্যা উপস্থাপন
  • বিশেষজ্ঞদের মাধ্যমে পরামর্শ প্রদান

 

মোবাইল কল করার জন্য প্রতি মিনিট ২৫ পয়সা হারে (ভ্যাট ও সম্পূরক শুল্ক ব্যতিত)

  • অধিকাংশ ক্ষেত্রেই তাৎক্ষনিক সমাধান প্রদান
  • বিশেষ ক্ষেত্রে ২  কর্মদিবস

০৫

পোস্টার লিফলেট, বুকলেট, ফোল্ডার, স্টিকারসহ অন্যান্য মুদ্রণ সামগ্রী বিতরণ

  • চাহিদা প্রাপ্তি
  • সরাসরি বিতরণ

 

বিনামূল্য

মজুদ থাকা সাপেক্ষে চাহিদা প্রাপ্তির পর থেকে ১ কর্মদিবস

০৬

কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে তথ্য প্রদান

  • সেবা গ্রহনকারীর নিকট থেকে চাহিদা প্রাপ্তি
  • প্রাপ্ত চাহিদার ভিত্তিতে তথ্য প্রদান

 

বিনামূল্য ও স্বল্পমূল্য

চাহিদা প্রাপ্তির পর থেকে ২  কর্মদিবস