Wellcome to National Portal
Main Comtent Skiped

কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বোরো চারা রোপনের সময় শৈত্যপ্রবাহ থাকলে কয়েকদিন দেরি করে চারা রোপন করা প্রয়োজন। মনে রাখা দরকার সুস্থ-সবল চারা অধিক ফলনের পূর্বশর্ত।


Title
ফেনীতে অনুষ্ঠিত হল তেলজাতীয় ফসলের উৎপাদন প্রকল্পের আঞ্চলিক কমর্শালা
Details

বতর্মানে দেশে ব্যবহৃত ভোজ্যতেলের প্রায় ৯০ ভাগই বিদেশ থেকে আমদানি করা হয়। ২০১৮-১৯ অথবছরে দেশে ৪৬.৮০ লক্ষ মে.টন ভোজ্য তেল আমদানি করা হয়েছিল যার আমদানি মূল্য ২৪,৮০০ কোটি টাকা। আমদানি র্নিভর এই পন্যটিতে রয়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ম্য। দেশের ভোজ্যতেলের আমদানি র্নিভরতা কমাতে এবং দেশের অভ্যন্তরে ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে চাহিদা পূরণের অংশ হিসেবে দেশের ৬৪ টি জেলার ২৫০ টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প। সুষ্ঠভাবে প্রকল্পটি বাস্তবায়নের অংশ হিসেবে ৫ মে ২০২১ তারিখে ফেণীতে এক আঞ্চলিক কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। কমর্শালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ মেসবাহুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডিএই চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মঞ্জরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমর্শালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ মোঃ জসীমউদ্দিন, প্রকল্প পরিচালক, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প। 

 

প্রধান অতিথি জনাব মোঃ মেসবাহুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশে তেল ফসলের চাষাবাদ এলাকা ও উৎপাদন বাড়ানো গেলে এ ক্ষেত্রের আমদানি নির্ভরশীলতা বহুলাংশে কমানো সম্ভব। এতে একদিকে যেমন বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা যাবে তেমনি ভোজ্যতেলের বাজারেও স্থিতিশীলতা আসবে। অর্থকরী ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকও বেশ লাভবান হবেন। উৎপাদিত তেল ফসল থেকে তেল উৎপাদনের মাধ্যমে গ্রামীন অর্থনীতিতেও আসবে গতিশীলতা।

 

কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি জেলায় কর্মরত কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, গবেষক এবং তেল ফসল উৎপাদনকারী কৃষক প্রতিনিধিসহ শতাধিক অংশগ্রহনকারী অংশগ্রহণ করেন। প্রকল্পটি দেশের ৬৪ জেলার ২৫০ উপজেলায় ৫ বছর মেয়াদে বাস্তবায়িত হবে।

Images
Attachments
Publish Date
05/06/2021
Archieve Date
19/10/2022