Wellcome to National Portal
Main Comtent Skiped

কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বোরো চারা রোপনের সময় শৈত্যপ্রবাহ থাকলে কয়েকদিন দেরি করে চারা রোপন করা প্রয়োজন। মনে রাখা দরকার সুস্থ-সবল চারা অধিক ফলনের পূর্বশর্ত।


Title
ভর্তূকী মূল্যে বাঁশখালীতে বিতরন হলো পাঁচটি কম্বাইন হারভেস্টার
Details

সম্বন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের বাঁশখালীতে ২০২০-২১ সনের বোরো মৌসুমে পাঁচটি কম্বাইন হারভেস্টার বিতরন করা হয়েছে। গত ১২ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন হারভেস্টারের ক্রেতা পাঁচ কৃষকের কাছে এসকল কম্বাইন হারভেস্টার বিতরন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বাইন হারভেস্টারের চাবি বিতরন করেন বাঁশখালী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালীর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেক। অনুষ্ঠানে জানানো হয় উপকূলীয় এলাকা বিবেচনায় প্রতিটি কম্বাইন হারভেস্টারে ৭০% ভর্তূকী প্রদান করা হয়েছে। বিতরনকৃত প্রতিটি কম্বাইন হারভেস্টারে সরকারী ভর্তূকীর পরিমান গড়ে ১৯.৬০ লক্ষ টাকা। উল্লেখ্য, কৃষি শ্রমিক সংকট হ্রাস করে কৃষিকে লাভজনক করার অংশগ্রহন হিসেবে বর্তমান সরকারের বিশেষ নীতিগত সিদ্ধান্তের আলোকে সারাদেশের প্রতিটি উপজেলায় মৌসুম ভিত্তিক বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি বর্তমানে ভর্তূকী মূল্যে বিতরন করা হচ্ছে।

Images
Attachments
Publish Date
05/05/2021
Archieve Date
31/07/2022