কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরন প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের আগ্রাবাদস্থ খামারবাড়ী চত্বরে আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক দুই দিনের উপ সহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আবুল হোসেন তালুকদার ১৫ এপ্রিল ২০১৯ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণটি উদ্ভোধন করেন। প্রশিক্ষণে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলার ৩০ জন উপ সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহন করেন। ১৬ এপ্রিল ২০১৯ প্রশিক্ষণের সমাপনী দিবসে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম।
প্রশিক্ষণে বানিজ্যিক ফল বাগানের নকশা প্রনয়ন, পুরাতন ফল বাগান পরিচর্যা, সম্ভাবনাময় নতুন ধানের জাত, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, ছাদ কৃষি, বালাইনাশকের নিরাপদ ব্যবহার, রপ্তানিযোগ্য কৃষি উৎপাদনে করনীয়, কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS