৮ নভেম্বর ২০১৯ চট্টগ্রামের আগ্রাবাদ সরকারী কলোনী উচ্চ বিদ্যালয়ের বালক শাখা প্রাঙ্গনে বিশ্ব খাদ্য দিবস ২০১৯ উপলক্ষ্যে এক পোস্টার অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয় ও এফএও এর যৌথ আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাক্ষিত ক্ষুধামুক্ত পৃথিবী - এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনটি ক্যাটাগারিতে প্রায় নয়শত শিক্ষার্থী পোস্টার অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বেলা সাড়ে তিন ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্ভোধন ঘোষন করেন কৃষি সচিব জনাব মোঃ নাসিরুজ্জামান।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে কৃষি সচিব জনাব মোঃ নাসিরুজ্জামানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি মাননীয় ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি তাঁর বক্তব্যে পুষ্টিকর খাদ্য গ্রহনে মনযোগী হওয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হল উন্নত বাংলাদেশ। এ জন্য স্বাস্থ্যবান জাতি হিসেবে গড়ে তোলার জন্য শিশু-কিশোরদের পুষ্টি চাহিদার প্রতি এখনই নজর দিতে হবে। কৃষি ক্ষেত্রে সরকারের অর্জন টেকসই করার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক ড. মোঃ আবদুল মুঈদ, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব ড. আবদুর রৌফ এবং এফএও এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জনাব রবার্ট ডি সিম্পসন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল এর অতিরিক্ত পরিচালক জনাব আলতাফ হোসেন।
আলোচনার সমাপনীতে সভাপতির বক্তব্যে কৃষি সচিব জনাব মোঃ নাসিরুজ্জামান মহোদয় খাদ্য অপচয় রোধ করার প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন। তিনি আশা করেন এ ধরনের আয়োজন শিশু- কিশোরদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে পুরষ্কৃত করার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS