গত ১৮ ডিসেম্বর ২০১৮ তারিখ মঙ্গলবার চট্টগ্রামের আগ্রাবাদস্থ খামারবাড়ী চত্বরে এটুআই কর্তৃক বাস্তবায়িত কৃষি বাতায়ন ব্যবহার বিষয়ে একদিনের এক কমশালার আয়োজন করা হয়। কমশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের আওতাধীন জেলা সমূহের বিসিএস (কৃষি) ক্যাডারে নবযোগদানকৃত কর্মকর্তারা অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: আবুল হোসেন তালুকদার। ডিএই নোয়াখালী জেলার উপপরিচালক কৃষিবিদ ড. আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: জাহেদুল হক। কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনা করেন এটুআই হতে আগত প্রশিক্ষক কৃষিবিদ মোঃ আজমউদ্দীন ও তার সহযোগীরা। কর্মশালায় কিভাবে কৃষি বাতায়নে বিভিন্ন তথ্য সংযুক্ত করতে হয় সে বিষয়ে দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। কর্মশালা শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ভবিষ্যৎ কৃষি চ্যালেঞ্জ মোকাবিলায় ফসল উৎপাদনের বর্তমান ধারাকে ধরে রাখার জন্য আইসিটি ব্যবহার করে নিজেদের কারিগরী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনগনকে সেবা প্রদানে সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS