Wellcome to National Portal
Main Comtent Skiped

কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বোরো চারা রোপনের সময় শৈত্যপ্রবাহ থাকলে কয়েকদিন দেরি করে চারা রোপন করা প্রয়োজন। মনে রাখা দরকার সুস্থ-সবল চারা অধিক ফলনের পূর্বশর্ত।


Title
জারবেরা ফুল চাষে কৃষক আইয়ুবের সাফল্য
Details

চট্টগ্রামে প্রথম বারের মত জারবেরা ফুল চাষ করেছিলেন সাতকানিয়ার প্রবীন ফুলচাষি মোহাম্মদ আইয়ুব। তিনি বিগত দুই যুগ ধরে ফুলচাষে জড়িত। আইয়ুব বছর চারেক আগে অনলাইনের মাধ্যমে সন্ধান পান জারবেরা ফুলের। তারপর স্থানীয় উপজেলা কৃষি অফিসের পরামর্শে ৯০ টাকা করে ভারত থেকে ৭ হাজার চারা সংগ্রহ করে ২৫ শতক জমিতে শুরু করেন জারবেরার চাষ। বর্তমানে আইয়ুব চট্টগ্রামের একজন সফল জারবেরা চাষি। সাতকানিয়া উপজেলার রামপুর এলাকার কৃষক মোহাম্মদ আইায়ুব জারবেরা উৎপাদন বিষয়ে জানান, প্রথমদিকে ফুল উৎপাদন কম হলেও বর্তমানে বেশ ভালোই উৎপাদিত হচ্ছে।

জারবেরা ফুলের উৎপাদন ধরে রাখার জন্য আইয়ুব প্রতি তিন বছর পর পর নতুন বীজ রোপণ করে থাকেন। বর্তমানে তার বাগান থেকে জারবেরা ফুল ১৫ থেকে ২০ টাকা পাইকারি দরে বিক্রি হয়। ৬/৭ রকমের রং থাকায় বেশ জনপ্রিয় এ ফুল। জারবেরা ফুলচাষ করে তিনি আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন। সঠিক পরিচর্যা ও অভিজ্ঞতার কারণে কারণে আগের তুলনায় বর্তমানে ফুলের উৎপাদনও এখন বেড়েছে। স্থানীয় উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় সাতকানিয়া উপজেলায় বর্তমানে আনুমানিক ২,০০০ শতক জমিতে বিভিন্ন ফুলের আবাদ হয় যার ভেতর ৫০ শতক জমিতে জারবেরার চাষ হয়। বাজার মূল্য ভালো হওয়ায় আশা করা যায় ভবিষ্যৎ এ জারবেরা আবাদ উপজেলাটিতে আরও সম্প্রসারিত হবে।

Images
Attachments
Publish Date
01/02/2022
Archieve Date
30/06/2023