Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বোরো চারা রোপনের সময় শৈত্যপ্রবাহ থাকলে কয়েকদিন দেরি করে চারা রোপন করা প্রয়োজন। মনে রাখা দরকার সুস্থ-সবল চারা অধিক ফলনের পূর্বশর্ত।


শিরোনাম
লেবু জাতীয় ফল আবাদে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উপযোগী পরিবেশ রয়েছে
বিস্তারিত

২৩ অক্টোবর ২০১৯ চট্টগ্রামের আগ্রাবাদস্থ খামারবাড়ি চত্বরের প্রশিক্ষণ হলরুমে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় চট্টগ্রাম ও রাঙ্গামাটি অঞ্চলের আঞ্চলিক কর্মশালা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর হর্টিকালচার উইং এর ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ ফারুক আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বেগমগঞ্জ এর অধ্যক্ষ কৃষিবিদ মোঃ ফরহাদ হোসেন, হর্টিকালচার উইং এর উপপরিচালক (ফুল ও ফল) কৃষিবিদ কবীর আহমেদ সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রকল্প সংশ্লিষ্ট জেলা ও হর্টিকালচার সেন্টার সমূহের উপপরিচালক মহোদয়গন।

 

আঞ্চলিক কর্মশালার শুরুতেই প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন প্রকল্প পরিচালক কৃষিবিদ ফারুক আহমদ মহোদয়। কর্মশালায় লেবু জাতীয় ফসল আবাদ সম্পর্কিত ইতিপূর্বে সমাপ্ত প্রকল্প সমূহের সফলতার পাশাপাশি প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অংশ নিয়ে মাল্টা ও কমলা চাষীরা সাইট্রাস জাতীয় ফলের পোকামাকড় দমনের উপর বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানান। হর্টিকালচার সেন্টার সমূহ হতে আগত কর্মকর্তাবৃন্দ প্রকল্প হতে নতুন জাতের মাতৃগাছ সরবরাহ ও মাতৃগাছের বাগান করার উপর গূরুত্ব আরোপ করেন। প্রকল্পভূক্ত উপজেলাসমূহের পক্ষ হতে লেবু জাতীয় ফসল পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা এবং উৎপাদিত পন্যের বাজারজাত করনের উপর হাতে-কলমে প্রশিক্ষণের উপর গূরুত্ব আরোপ করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম মহোদয় তাঁর বক্তব্যে বলেন, গবেষক,সম্প্রসারণ কর্মী ও কৃষক এই তিন অঙ্গের মধ্যে নিবিড় যোগাযোগ যে কোন ফসল উৎপাদন ও সম্প্রসারণের অন্যতম প্রধান শক্তি। যে কোন প্রদর্শনী স্থাপনের আগে নতুন জাত কিংবা নতুন প্রযুক্তি গ্রহনের প্রতি প্রদর্শনীর জন্য নির্বাচিত কৃষকের আগ্রহ আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। একজন আগ্রহী কৃষক নিজে সফলভাবে প্রযুক্তি গ্রহনের পাশাপাশি তার চারপাশের কৃষককে তা গ্রহনে উদ্ভুদ্ধ করে থাকে। লেবু জাতীয় ফল উৎপাদনে আমাদের সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। এ সাফল্য ধরে রাখা গেলে তা দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরনে যেমন সহায়ক হবে তেমনি বানিজ্যিকভাবেও কৃষককে তা লাভবান করবে।

 

কর্মশালার সমাপনীতে কর্মশালার সভাপতি অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন মহোদয় তাঁর বক্তব্যে বলেন, যে এলাকায় যে ফলের উপযোগী কৃষি আবহাওয়া বিরাজমান সেখানে সেই ফল আবাদ সম্প্রসারণের প্রতি গূরুত্ব দিতে হবে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল লেবু জাতীয় ফল উৎপাদনে বিশেষ উপযোগী। এ অঞ্চলে ইতিমধ্যেই মাল্টা আবাদে সফলতার উদাহরন রয়েছে। আশা করা যায় এ প্রকল্পের মাধ্যমে লেবু জাতীয় অন্যান্য ফল আবাদেও এই অঞ্চল সফল হবে। এই দুই অঞ্চলে সাইট্রাস জাতীয় ফলের কিছু দেশীয় জাত রয়েছে যা নিয়ে গবেষনা প্রতিষ্ঠান সমূহ উপযুক্ত গবেষনা কার্যক্রম পরিচালনা করতে পারেন বলেন তিনি মত প্রকাশ করেন।

 

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রকল্প সংশ্লিষ্ট উপপরিচালক মহোদয়গন, প্রকল্পভূক্ত উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বারি, বিনা, এসআরডিআই, কৃষি তথ্য সার্ভিস এর কর্মকর্তাবৃন্দ ও কৃষক সহ শতাধিক অংশগ্রহনকারী অংশগ্রহন করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/10/2019
আর্কাইভ তারিখ
24/10/2020