৭ র্মাচ ২০১৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে পারিবারিক পুষ্টি উন্নয়নে ফলের ব্যবহার বিষয়ে দিনব্যাপী এক কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা কৃষি অফিস, হাটহাজারীর সহযোগিতায় হাটহাজারী হর্টিকালচার সেন্টার এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীর মাঝে সিয়াম গ্রীন ও সিয়াম ব্লু জাতের খাটো নারকেলের চারা বিতরন করা হয় এবং এ নারকেলের চারা রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় পর্রামশ প্রদান করা হয়। কৃষক-কৃষাণীর মাঝে খাটো জাতের নারকেলের চারা বিতরন করেন কৃষিবিদ শেখ আবদুল্লাহ ওয়াহেদ, উপজেলা কৃষি অফিসার, হাটহাজারী এবং কৃষিবিদ আল মামুন শিকদার, উদ্যানতত্ত্ববিদ, হর্টিকালচার সেন্টার, হাটহাজারী, চট্টগ্রাম।
উল্লেখ্য, সঠিক পর্রিচযা করা হলে তিন বছরের মধ্যে খাটো আকারের এ নারকেলের চারা থেকে ফলন পাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস