দেশে ডাল, তাল ও মসলা ফসল উৎপাদনের অন্যতম প্রতিবন্ধকতা ভাল মানের বীজের অভাব। এই অভাব পূরনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন করছে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ ( ৩য় পর্যায়) প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে কৃষক পর্যায়ে ডাল, তেল ও মসলা জাতীয় ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম একদিকে যেমন এসব ফসল উৎপাদনের জন্য ভাল বীজের যোগান নিশ্চিত করছে অন্যদিকে উৎপাদিত বীজের বিপনন কৃষকদের বাণিজ্যিক কৃষিতে আগ্রহী করে তুলছে। এ কার্যক্রমকে গতিশীল করতে গত ১৪ অক্টোবর ২০১৯ চট্টগ্রামের আগ্রাবাদস্থ খামারবাড়ি চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল এর সার্বিক ব্যবস্থাপনা এবং কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ ( ৩য় পর্যায়) প্রকল্প এর অর্থায়নে এক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ খায়রুল আলম (প্রিন্স), প্রকল্প পরিচালক, কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ ( ৩য় পর্যায়) প্রকল্প। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আলী আকবর, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, বীজ প্রত্যয়ন এজেন্সী, চট্টগ্রাম।
কর্মশালার শুরুতেই প্রকল্পের কার্যক্রম উপস্থাপনা করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. ফ.ম.মাহবুবুর রহমান। কর্মশালায় চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলার প্রকল্প সংশ্লিষ্ট কার্যক্রম উপস্থাপন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক কৃষিবিদ খায়রুল আলম (প্রিন্স) মহোদয় বলেন, এ প্রকল্পটি মূলত একটি বীজ উৎপাদন প্রকল্প। কাজেই প্রদর্শনীর যেটুকু বীজ সংরক্ষণ করা হবে তা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রকল্প থেকে আর্দ্রতামাপক যন্ত্র, মৌ বাক্স সহ যেসব যন্ত্রপাতি উপজেলা কৃষি অফিস ও কৃষক পর্যায়ে সরবরাহ করা হয়েছে তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাগনকে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত রাখতে হবে। বীজের মান ঠিক রাখার জন্য বীজ প্রত্যয়ন এজেন্সীর কর্মকর্তাগনকে এ প্রকল্পের কার্যক্রমের সাথে নিবিড়ভাবে সংযুক্ত রাখার জন্য উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকতাগনকে অগ্রনী ভূমিকা পালন করার জন্য তিনি উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাগনের প্রতি অনুরোধ রাখেন। কর্মশালার সমাপনীতে অনুষ্ঠানের সভাপতি অতিরিক্তি পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন মহোদয় প্রকল্পের কাজ নীতিমালা অনুসরন করে বাস্তবায়ন করার উপর গূরুত্ব আরোপ করার পাশাপাশি যে এলাকায় যে ডাল, তেল ও মসলা ফসল উৎপাদন করা সম্ভব সে এলাকায় সে সব ফসলের বীজ উৎপাদনের উপর গূরত্বারোপ করেন।
দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বীজ প্রত্যয়ন এজেন্সী, বিএডিসি, বারি, বিনা, কৃষি তথ্য সার্ভিস, এসআরডিআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, কৃষক প্রতিনিধি সহ শতাধিক অংশগ্রহনকারী অংশগ্রহন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস