Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বোরো চারা রোপনের সময় শৈত্যপ্রবাহ থাকলে কয়েকদিন দেরি করে চারা রোপন করা প্রয়োজন। মনে রাখা দরকার সুস্থ-সবল চারা অধিক ফলনের পূর্বশর্ত।


শিরোনাম
চট্টগ্রামের আনোয়ারায় ট্রাইকো কম্পোষ্ট ব্যবহার বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
বিস্তারিত

           ২৯ জানুয়ারি ২০১৯ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার র্পূব বরুমছড়া ব্লকে ট্রাইকো কম্পোষ্ট সার উৎপাদন ও ব্যবহার বিষয়ক এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাছানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম  জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ আমিনুল হক চৌধুরী। এনএটিপি-২ প্রকল্প এর অর্থায়নে আনোয়ারা উপজেলার কৃষক দবিরুল ইসলাম ট্রাইকো কম্পোষ্ট প্রদর্শনীটি স্থাপন করেছেন। স্থাপিত এ প্রদর্শনীতে ৬ টি রিং আছে যা থেকে ৪৫ দিনে প্রায় ১৫০ কেজি ট্রাইকো কম্পোষ্ট সার পাওয়া গেছে।

 

           ট্রাইকো কম্পোষ্ট সার তৈরীতে দবিরুল ইসলাম  কাঁচামাল হিসেবে মুরগীর বিষ্ঠা, গোবর, কচুরিপানা, কাঠের গুঁড়া, নিমপাতা, খৈল, ঝোলাগুড়, ছাই ইত্যাদি ব্যবহার করেছেন।  এ সকল কাঁচামাল ট্রাইকোডামা নামক অনুজীবের মাধ্যমে পঁচিয়ে কম্পোষ্ট তৈরী করায় এ জৈব সারে প্রচুর অনুজীব থাকে যা উদ্ভিদে পুষ্টি সরবরাহের পাশাপাশি মাটিতে থাকা ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমন থেকে উদ্ভিদকে রক্ষা করতে বিশেষ ভূমিকা পালন করে। কৃষক দবিরুল ইসলাম তার টমেটো, ঢেঁড়শ, বেগুন ফসলে ট্রাইকো কম্পোষ্ট প্রয়োগ করে ভাল ফল লাভ করেছেন বলে জানান।  

 

           অনুষ্ঠানে প্রধান অতিথি  কৃষিবিদ মোঃ আমিনুল হক চৌধুরী তাঁর বক্তব্যে নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরনের জন্য পরিবেশ বান্ধব বিভিন্ন কৃষি প্রযুক্তি গ্রহনের জন্য উপস্থিত কৃষকদের প্রতি আহবান জানান। ভার্মি কম্পোষ্ট এর মত ট্রাইকো কম্পোষ্টও চট্টগ্রামের কৃষকদের আথ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
04/02/2019
আর্কাইভ তারিখ
31/12/2020