Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বোরো চারা রোপনের সময় শৈত্যপ্রবাহ থাকলে কয়েকদিন দেরি করে চারা রোপন করা প্রয়োজন। মনে রাখা দরকার সুস্থ-সবল চারা অধিক ফলনের পূর্বশর্ত।


শিরোনাম
চট্টগ্রাম ও পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চলের এনএটিপি-২ প্রকল্পের ২০১৮-১৯ সনের বার্ষিক রিভিউ ওর্য়াকশপ চট্টগ্রামে অনুষ্ঠিত
বিস্তারিত

৭ এপ্রিল ২০১৯ চট্টগ্রামের আগ্রাবাদস্থ খামারবাড়ী চত্বরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেইজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর চট্টগ্রাম ও র্পাবত্য চট্টগ্রাম অঞ্চলের ২০১৮-১৯ সনের বার্ষিক রিভিউ ওর্য়াকশপ অনুষ্ঠিত হয়েছে। ড. রতন চন্দ্র দে, পরিচালক, পিআইইউ, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেইজ-২ প্রজেক্ট, খামারবাড়ি,ফার্মগেট, ঢাকা মহোদয়ের  উপস্থিতিতে দুইটি কারিগরী সেশনে বিভক্ত রিভিউ ওর্য়াকশপটির প্রথম কারিগরী সেশনে চট্টগ্রাম অঞ্চলে প্রকল্পের র্কাযক্রম নিয়ে ‍বিস্তারিত আলোচনা হয়। কৃষি সম্প্রসারণ অধিতদপ্তর চট্টগ্রাম এর উপপরিচালক কৃষিবিদ মোঃ আমিনুল হক চৌধুরী মহোদয়ের স্বাগত বক্তব্য পরবর্তীতে প্রথম কারিগরী সেশন শুরু হয় যেখানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আবুল হোসেন তালুকদার মহোদয়। প্রথম সেশনে চট্টগ্রাম অঞ্চলের প্রকল্প কাযর্কম উপস্থাপিত হয়। দ্বিতীয় কারিগরী সেশনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান জেলার উপপরিচালক কৃষিবিদ মোঃ আলতাফ হোসেন  মহোদয় সভাপতিত্ব করেন এবং এ সেশনে র্পাবত্য চট্টগ্রাম অঞ্চলের প্রকল্প র্কাযক্রম উপস্থাপিত হয়।

 

উভয় সেশনে উপস্থাপিত র্কাযক্রম সর্ম্পকে সার্বিক মূল্যায়নকালে এনটিপি-২ প্রকল্পের পরিচালক ড. রতন চন্দ্র দে তাঁর বক্তব্যে বলেন, প্রকল্পের র্কাযক্রম সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য সকলের আন্তরিকতা প্রয়োজন। বিভিন্ন রিপোর্টিং ও ডকুমেন্টেশনে যে র্দূবলতা দেখা যাচ্ছে তা কাটিয়ে উঠতে হবে। প্রকল্প থেকে বীজ সংরক্ষণের জন্য যে ইরি কুকুন দেওয়া হয়েছে তা সংগ্রহ করে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঝে প্রকল্প হতে  যে মোবাইল ট্যাব সরবরাহ করা হয়েছে তা যেন কৃষির তথ্য সংগ্রহ, ভিডিও কনফারেন্স সহ কৃষি বিষয়ক কাজে ব্যবহৃত হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন উপজেলায় যে উদ্ভুদ্ধকরন ভ্রমনের আয়োজন করা হয় তা কিভাবে কৃষককে প্রভাবিত করছে সে বিষয়ে প্রকল্পকে অবহিত করতে হবে। প্রকল্পের র্কাযক্রম সর্ম্পকে সার্বিক মূল্যায়নকালে চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আবুল হোসেন তালুকদার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, যে সকল বিষয়ের র্দূবলতা আজকের কর্মশালায় ফুটে উঠেছে সে দূর্বলতাগুলো শীঘ্রই কাটিয়ে উঠতে হবে। তিনি এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহন করে তা তাকে অবহিত করার জন্য উপস্থিত জেলা পর্যায়ের কর্মকর্তাগনকে নির্দেশনা প্রদান করেন।

 

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, এসআরডিআই, এসসিএ, কৃষি তথ্য সার্ভিস, প্রাণী সম্পদ অধিদপ্তর, সমবায় অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের শতাধিক কর্মকর্তা অংশগ্রহন করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
08/04/2019
আর্কাইভ তারিখ
31/12/2020