চট্টগ্রামের মীরসরাই উপজেলায় গত ২৪ এপ্রিল ২০২০ তারিখে ১৫০০ জন কৃষককের মাঝে আউশ প্রণোদনার কৃষি উপকরন বিতরন করা হয়েছে। প্রদানকৃত প্রণোদনায় কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। উপজেলাটিতে এবারের আউশ প্রনোদনায় ধান বীজ হিসেবে অধিকাংশ কৃষকের মাঝে ব্রিধান ৪৮ জাতের ধান বীজ বিতরন করা হয়।
করোনা পরিস্থিতির কারনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকের মাঝে এসব উপকরন সামগ্রী বিতরন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রঘুনাথ নাহার সঞ্চালনায় অনুষ্ঠিত আউশ প্রণোদনার উপকরন বিতরন অনুষ্ঠানে কৃষকের মাঝে কৃষি উপকরন বিতরন করেন মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব জসীম উদ্দীন এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রুহুল আমিন। মীরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে বিগত আউশ মৌসুমে উপজেলাটিতে ৬৫০০ হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছিল যা এ বছর বৃদ্ধি পেয়ে আনুমানিক সাত হাজার হেক্টরে আবাদ হতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস