২৭ আগষ্ট ২০১৯ ইং মঙ্গলবার চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগরী ব্লকের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে “স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এস এ সি পি)” প্রকল্পের আওতায় উচ্চমূল্যের ফল আবাদ বিষয়ে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আলতাফ হোসেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মাঠ দিবসে কৃষক মোঃ মঈনউদ্দিন উচ্চমূল্যের ফল বাগান আবাদে তার অভিজ্ঞতা বর্ননা করেন। তিনি একজন শিক্ষিত কৃষি উদ্যোক্তা। এস এ সি পি প্রকল্পের আওতায় তিনি বারি আম-৩ ও বারি আম-৪ এর প্রদর্শনী স্থাপন করেছেন। প্রধান অতিথি কৃষিবিদ আলতাফ হোসেন মহোদয় তাঁর বক্তব্যে বলেন, খরপোষ কৃষি বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে। প্রচলিত মাঠ ফসলের সাথে সম্বন্বয় করে কৃষকদের উচ্চমূল্যের ফল আবাদের দিকেও নজর দিতে হবে। পুষ্টি সমৃদ্ধ জাতি গঠনে দেশী ফলের বিকল্প নেই। ফলের পাশাপাশি এ এলাকায় তেল জাতীয় ফসল ও ভূট্টা আবাদ সম্প্রসারণ করা যায় কিনা তা বিবেচনা করতে হবে।
মাঠদিবসের সমাপনীতে অনুষ্ঠানের সভাপতি কৃষিবিদ মুহাম্মদ গিয়াস উদ্দিন উচ্চ মূল্যের ফসল উৎপাদন ও বাজারজাত করনের পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর ফল ও সবজি উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। তারা প্রধান অতিথি মহোদয়ের নিকট স্থানীয় পর্যায়ে একটি হিমাগার স্থাপনের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস