৯ নভেম্বর ২০১৯ চট্টগ্রামের আগ্রাবাদস্থ খামারবাড়ি চত্বরে ডিএই চট্টগ্রাম এর জেলা প্রশিক্ষণ হল রুমে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ধীন বিভিন্ন দপ্তরের কর্মকতাগনের মত বিনিময় করেছেন কৃষি সচিব জনাব মোঃ নাসিরুজ্জামান মহোদয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক ড. মোঃ আবদুল মুঈদ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ আবদুর রৌফ মহোদয়। মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন। স্বাগত বক্তব্য পরবর্তীতে সকলের অংশগ্রহনে কৃষি সংশ্লিষ্ট বিষয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভার প্রধান অতিথি কৃষি সচিব জনাব মোঃ নাসিরুজ্জামান মহোদয় তাঁর বক্তব্যে বলেন, সনাতনী অলাভজনক স্থানীয় ও উফশী জাতের ফসলকে নব উদ্ভাবিত উচ্চ ফলনশীল লাভজনক উফশী ও হাইব্রিড জাত দিয়ে প্রতিস্থাপন করতে হবে। পার্বত্য এলাকার জুম চাষে উফশী জাতের প্রচলন করতে হবে। কৃষক যেন নিজের বীজ নিজেই সঠিকভাবে সংরক্ষণ করতে পারে সে দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। মাঠ পর্যায়ে আবাদকৃত জাতসমূহের ফলন পার্থক্য কমিয়ে আনতে হবে। বিভিন্ন দপ্তর বিশেষ করে জেলা প্রশাসনের সহায়তায় নিরাপদ সবজি ও ফল বিক্রয়ের জন্য বিশেষ বিক্রয় কর্ণার স্থাপন করতে হবে। কৃষি যান্ত্রিকীকরন কার্যক্রম জোরদার করতে হবে। প্রদর্শনী কার্যক্রমের বাইরে ভার্মি কম্পোস্টের বাণিজ্যিক উৎপাদনের দিকে নজর দিতে হবে। দেশী ফল উৎপাদন বাড়ানোর মাধ্যমে বিদেশী ফলের আমদানী নিরুৎসাহিত করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহবান জানান।
আলোচনা সভায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ধীন বিভিন্ন দপ্তরের ত্রিশ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস